আন্তর্জাতিক ডেস্ক
রোববার (২২ জানুয়ারি) এক যুব সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সাল থেকে তুরস্কের প্রেসিডেন্ট দায়িত্ব পালন করছেন এরদোয়ান। আগামী নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তবে বিরোধীরা এখনো তাদের প্রার্থী ঠিক করতে পারেনি।
তুরস্করে উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বুসরায় এক যুব সমাবেশে দেয়া ভাষণে এরদোয়ান তরুণ-যুবকদের উদ্দেশে বলেন, ‘হে প্রিয় তরুণ সম্প্রদায়, প্রথমেই আমি আল্লাহ তায়ালাকে ধন্যবাদ জানাই যে, তিনি আমাকে আপনাদের সঙ্গে একই পথে চলার সুযোগ দিয়েছেন। আপনাদের অনেকেই আগামী ১৪ মে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন।’
আরও পড়ুন: ইস্তাম্বুলকে কেন দ্বীপে পরিণত করতে চান এরদোয়ান?
এরদোয়ান জানান, এই বিষয়ে আগামী ১০ মার্চ তিনি আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। এরপর থেকেই দেশটির সুপ্রিম ইলেকশন কাউন্সিল নির্বাচনের প্রস্তুতি গ্রহণ শুরু করবে। দেশটির আইন অনুসারে, কোনো প্রার্থী যদি প্রথম ধাপের নির্বাচনে ৫০ শতাংশ ভোট পেতে ব্যর্থ হন তবে দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হবে দুই সপ্তাহ পর ২৮ মে।
এদিকে এরদোয়ান আগামী নির্বাচনের জন্য অনানুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করে দিলেও বিরোধীরা এখনো মনস্থির করতে পারেনি তারা এরদোয়ানের বিপরীতে কাকে প্রার্থী করবেন। ২০০৩ সালে তুরস্কের প্রধানমন্ত্রী হন এরদোয়ান। এরপর টানা ক্ষমতায় থেকে ২০১৪ সালে শাসন ব্যবস্থা বদল করে দেশটির প্রেসিডেন্ট হন তিনি। এরপর থেকে টানা ক্ষমতায় তিনি।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon