www.banglarkontho.net
  • ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

    নেইমারের সঙ্গে প্রেমের গুজব? মুখ খুললেন হোয়াও ফেলিক্সের সাবেক প্রেমিকা

    ফাইল ছবি
    শেয়ার করুন

    প্রথম নামটি নেইমার-ভক্তদের চেনা লাগতে পারে। তাঁকে নিয়েই আলোচনা হয়েছে সবচেয়ে বেশি। বাকি অন্যদের মধ্যে লারিসা অলিভেইরা পর্যন্ত সবাই ধারাবাহিকভাবে এসেছেন নেইমারের জীবনে। প্রেম নিয়ে এসেছেন সবাই, নেইমার কাউকে ‘না’ করতে পারেননি কিংবা সঁপে দিয়েছেন নিজেকেই। বলা হয়, বলের ওপর তাঁর যতটা নিয়ন্ত্রণ, প্রেমের ক্ষেত্রে নেইমারের প্রতিভা তার চেয়ে কোনো অংশে খারাপ নয়।

    পর্তুগিজ অভিনেত্রী ও মডেল মার্গারিদা কোরচেইরো

    পর্তুগিজ অভিনেত্রী ও মডেল মার্গারিদা কোরচেইরো

    বরং মাঠের বাইরের কর্মকাণ্ডে কখনো ফুটবলার নেইমারকে ছাপিয়ে যান নেইমার। ব্রাজিলিয়ান এ তারকাকে ঘিরে তাই গুজবও রটে বেশি। কোনো নারীর সঙ্গে তাঁকে দেখলেই দুষ্টু সংবাদমাধ্যম থেকে ভক্তরা দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নেন, সম্ভবত নতুন কেউ!

    নেইমারের প্রেমের জীবন নিয়ে লোকের ভাবনা যে সব সময় ঠিক, তা কিন্তু নয়। এই তো কিছুদিন আগেই গুঞ্জন উঠেছে, মডেল এবং ডিজিটাল ইনফ্লুয়েন্সার জেসিকা তুরিনির প্রেমে পড়েছেন নেইমার। ২০১৪ সালে সুন্দরী প্রতিযোগিতা মিস এসপিরিতো সান্তোতে প্রথম হয়েছিলেন তুরিনি। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো এ খবর জানিয়েছিল নতুন বছর শুরুর পরপরই। নতুন বছর বরণ করে নিতে নেইমার যে পার্টি দিয়েছিলেন, সেখানে নাকি ছিলেন তুরিনি।

    সবাই তাঁদের মধ্যে নতুন সম্পর্ক নিয়ে যখন দুইয়ে দুইয়ে চার মেলাতে ব্যস্ত, ঠিক তখনই পিএসজি তারকাকে নিয়ে ভেসে এসেছে নতুন প্রেমের গুজব। এবার ব্রাজিলিয়ান তারকাকে ঘিরে গুজবের কেন্দ্রবিন্দু আতলেতিকো মাদ্রিদের পর্তুগিজ অ্যাটাকিং মিডফিল্ডার হোয়াও ফেলিক্সের সাবেক প্রেমিকা মার্গারিদা কোরচেইরো।

    ফুটবল মাঠের গ্যালারিতে মাঝে–মধ্যে দেখা যায় মার্গারিদা কোরচেইরোকে

    ফুটবল মাঠের গ্যালারিতে মাঝে–মধ্যে দেখা যায় মার্গারিদা কোরচেইরোকে
    ছবি: ইনস্টাগ্রাম

    পর্তুগিজ সংবাদমাধ্যম ফ্লাশ এ খবর জানিয়েছে। তাদের শিরোনাম ‘গোপন বন্ধু: মার্গারিদা কোরচেইরোর কাছে নেইমারের আত্মসমর্পণ’। ব্রাজিলের সংবাদমাধ্যম ল্যান্স ও নোটিসিয়াসও এ খবর প্রকাশ করেছে। তবে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেনি। মার্গারিদার সঙ্গে ফেলিক্সের সম্পর্ক কাতার বিশ্বকাপের পরপরই শেষ হয়ে গেছে বলে দাবি করেছে ফ্লাশ। পর্তুগিজ এই অভিনেত্রী ও মডেলের সঙ্গে ফেলিক্সের সম্পর্কে আস্থার সংকট ছিল এবং দুজন দুই শহরে থাকায় বিষয়টি আরও ঘনীভূত হয়, তাই শেষ পর্যন্ত ছেড়ে গেছেন একে অপরকে। কিন্তু তারপর?

    মার্গারিদা কিছুদিনের জন্য প্যারিসে এসেছিলেন। আইফেল টাওয়ারের সামনে কিছু ছবিও তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একজন বিশেষ অনুসারী আছেন, আর সেই অনুসারীটি নেইমার। মার্গারিদার বিভিন্ন ছবিতে লাইক দেন ব্রাজিল তারকা। এ নিয়ে গুজব চাউর হতে সময় লাগেনি। মার্গারিদাও নেইমারের বিভিন্ন ছবিতে লাইক দেন। কিন্তু ফুটবলপ্রেমীদের হতাশ করে নেইমার কিছুদিন পরই মার্গারিদাকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আনফলো’ করেন। আর শুধু লাইক দেওয়ায় কারও সঙ্গে কারও প্রেমের সম্পর্ক ভেবে নেওয়াও ঠিক যুক্তিসংগত হয় না। নেইমার এসব গুজবের কথা ভেবেই হয়তো মার্গারিদাকে আনফলো করেন।

    তাই বলে মানুষের মুখ তো আর বন্ধ রাখা যায় না। মার্গারিদা তাই লোকের মুখ বন্ধ করতে এবার নিজেই মুখ খুলেছেন। নেইমারের সঙ্গে তাঁর প্রেমের গুজব নিয়ে ধুয়ে দিয়েছেন সংবাদমাধ্যমকে।

    বিশ্বকাপ শেষে পিএসজিতে ফিরে ম্যাচও খেলেছেন নেইমার

    বিশ্বকাপ শেষে পিএসজিতে ফিরে ম্যাচও খেলেছেন নেইমার
    ছবি: ইনস্টাগ্রাম

    নিজের ইনস্টাগ্রামে এ নিয়ে পর্তুগিজ অভিনেত্রী লিখেছেন, ‘আপনারা সবাই জানে, পত্রপত্রিকায় আমাকে নিয়ে যা লেখা হয়, তার কোনো কিছুই আমি পড়ি না। প্রথম কারণ, ৯০ শতাংশ ক্ষেত্রেই দেখা যায় সেগুলো মিথ্যা (সেটা এমনই যে দুই দিনের ব্যবধানে সম্পূর্ণ বিপরীত দুটি প্রচ্ছদও হয়)। দ্বিতীয় কারণ, সেগুলো যেহেতু মিথ্যা, তাই পড়ার কোনো প্রয়োজন নেই। জীবনে এসব কোনো কিছু যোগ করে না। একটি মেয়ের বন্ধু থাকা, সুখী থাকা ও নিজের মতো চলাকে কি আমরা স্বাভাবিক চোখে দেখব না? এটা অন্যায্য। আমিই এর প্রথম কিংবা শেষ শিকার নই।’

    • সর্বশেষ

    বিক্ষোভে উত্তাল টাইমস স্কয়ার নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে সমাবেশে যোগ দিলেন ক্ষুব্ধ প্রবাসীরা

    জুলাই ২৭, ২০২৪ ১০;৩০ পূর্বাহ্ণ

    নেতানিয়াহুকে যুদ্ধ বন্ধ করতে বললেন কমলা হ্যারিস

    ১০;২৭ পূর্বাহ্ণ

    কমলা হ্যারিসকে সমর্থন দিলেন ওবামা ও মিশেল

    ১০;২২ পূর্বাহ্ণ

    কানাডায় অস্বাভাবিকভাবে বেড়েছে বাংলাদেশি আশ্রয়প্রার্থী

    ১০;১৩ পূর্বাহ্ণ

    ‘নিরাপত্তার স্বার্থে’ ডিবি হেফাজতে ৩ সমন্বয়ক

    ১০;১০ পূর্বাহ্ণ

    জনপ্রিয়তায় সমানে সমান ট্রাম্প-কমলা

    ৯;৫৫ পূর্বাহ্ণ

    জনপ্রিয়তায় সমানে সমান ট্রাম্প-কমলা

    ৯;৩৯ পূর্বাহ্ণ

    কারফিউ তুলে নেওয়ার বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

    ৯;৩৬ পূর্বাহ্ণ

    প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে : কাদের

    ৩;৫২ পূর্বাহ্ণ

    সরকার পতনের দাবিতে জাতীয় ঐক্যের ডাক বিএনপির

    ৩;৪৮ পূর্বাহ্ণ

    অলিম্পিক শুরুর আগে প্যারিসে রেলে ‘নাশকতা’

    ৩;৪৬ পূর্বাহ্ণ

    হিটলার-নেতানিয়াহুর তুলনা, জাতিসংঘ বিশেষজ্ঞকে ইসরায়েলের তিরস্কার

    ২;০০ পূর্বাহ্ণ

    মার্কিন নির্বাচনের আগেই ইসরায়েল-সৌদি আরব চুক্তি সম্ভব?

    ১;৫৬ পূর্বাহ্ণ

    চিরুনি অভিযান, সাত দিনে দেশজুড়ে প্রায় ৬ হাজার গ্রেপ্তার

    ১;৪৫ পূর্বাহ্ণ

    আওয়ামী লীগের সমন্বয় সভা ভুয়া ভুয়া ধ্বনিতে স্থগিত

    জুলাই ২৬, ২০২৪ ১০;৪৯ অপরাহ্ণ

    জরুরি নন, কর্মী বাংলাদেশ ছাড়তে বলেছে যুক্তরাষ্ট্র

    ১০;৪৫ অপরাহ্ণ

    পাকিস্তানের ইসলামাবাদ ও পাঞ্জাবে ১৪৪ ধারা জারি

    ১০;৪২ অপরাহ্ণ

    কেউ যেন আইন ফাঁকি দিতে না পারে সেই ব্যবস্থা করা হবে: পররাষ্ট্রমন্ত্রী

    ১০;১৮ অপরাহ্ণ

    ইরানকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের

    ১০;৩৪ অপরাহ্ণ

    অলিম্পিকের পূর্বে দ্রুতগতির রেল নেটওয়ার্কে হামলায় প্যারিসে বিপর্যয়

    ১০;৩৩ অপরাহ্ণ

    Copyright Banglar Kontho ©2024

    Design and developed by Md Sajibul Alom Sajon


    উপরে