পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত ম্যারি মাস। সাক্ষাতে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন।
বাংলাদেশে নতুন রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ফ্রান্সের সমর্থন এবং আন্দ্রে মালরাক্সের মতো ফরাসি বুদ্ধিজীবীদের অবদানের কথা স্মরণ করেন ড. মোমেন।
বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন রাষ্ট্রদূত। তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে পরিণত হবে বলে বিশ্বাস করে ফ্রান্স।
উভয়পক্ষ বিমান চলাচল, খাদ্য নিরাপত্তা এবং প্রক্রিয়াকরণ, সবুজ জ্বালানি, জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। তারা উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক কৌশল নিয়েও আলোচনা করেন।
এসময় পররাষ্ট্রমন্ত্রী নতুন রাষ্ট্রদূতকে তার মেয়াদকালে পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন এবং দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হন।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon