আন্তর্জাতিক ডেস্ক : চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঘনিষ্ঠ সহযোগী শিন গ্যাং। শুক্রবার (৩০ ডিসেম্বর) তাকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে চীনা রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
চীনের রাষ্ট্রায়ত্ত বেতারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ৫৬ বছর বয়সী শিন গ্যাং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর (৬৯) স্থলাভিষিক্ত হবেন।
গত অক্টোবরে চীনা কমিউনিস্ট পার্টির কাউন্সিলে ওয়াং ইকে দলের পলিটব্যুরোর সদস্য হিসেবে মনোনীত করা হয়। বিশ্লেষকদের ধারণা, চীনের পররাষ্ট্র নীতি বিষয়ে ওয়াং ইকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দিতেই ওয়াং ইকে সরিয়ে দলীয় পলিটব্যুরোর সদস্য করা হয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রকে সীমা অতিক্রম না করার হুমকি চীনের
শিন গ্যাংয়ের কূটনৈতিক ক্যারিয়া বেশ সমৃদ্ধ। তিনি যুক্তরাষ্ট্রে চীনা রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের আগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে কাজ করেছেন। দায়িত্ব পালন করেছেন ব্রিটেনের চীনা দূতাবাসেও। এমনকি তিনি ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত শি জিনপিংয়ের চিফ প্রটোকল অফিসার হিসেবেও কাজ করেছেন।
এই নিয়োগের পর শিন গ্যাং যুক্তরাষ্ট্রে তার ১৭ মাসের দায়িত্বকাল শেষ করে বেইজিং ফিরবেন। তিনি যুক্তরাষ্ট্রে চীনের ১১তম রাষ্ট্রদূত ছিলেন।
এর আগে, চীনের ১১তম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ওয়াং ই দায়িত্ব গ্রহণ করেছিলেন ২০১৩ সালের ১৬ মার্চ। এর আগে তিনি চীনের তাইওয়ান বিষয়ক অফিসের পরিচালক এবং জাপানে চীনা রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon