নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বিবিসি জানিয়েছে, শহরটিতে প্রবল বৃষ্টিপাতের কারণে ব্যাপক বন্যার জেরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
অকল্যান্ডে শুক্রবার মুষলধারে বৃষ্টির কারণে ঘরবাড়িতে পানি জমে গেছে। এ ছাড়া যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
শহর কর্তৃপক্ষ জানিয়েছে, শহরে গ্রীষ্মকালে যে পরিমাণ বৃষ্টি হয়, তার ৭৫ শতাং বৃষ্টি ঝরেছে মাত্র ১৫ ঘণ্টায়।
নিউজিল্যান্ডের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, অকল্যান্ডে গত ২৪ ঘণ্টায় যে বৃষ্টি হয়েছে, তাতে অনেক দিন ভোগান্তিতে থাকবে সেখানকার বাসিন্দারা।
অকল্যান্ডের মেয়র ওয়াইনে ব্রাউন জানিয়েছেন, একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গভীরভাবে মর্মাহত তিনি। তবে ঘটনাটি বন্যার সঙ্গে সম্পর্কিত কি না, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
বন্যার কবলে পড়ে উদ্ধারে সহায়তা চেয়ে দেড় হাজারের বেশি ফোনকল পেয়েছে দমকল বাহিনী। উদ্ধারে সহায়তা করছে নিউজিল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী।
সূত্র : বিবিসি
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon