বাংলাদেশ আওয়ামী লীগের পূর্ণ নির্বাচিত সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার স্মার্ট বাংলাদেশ উপহার দিতে সকল সম্প্রদায়ের জনগোষ্ঠীকে নিয়ে কাজ করে যাচ্ছেন এবং বাংলাদেশকে একটি স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবেন বলে আমাদের বিশ্বাস। তিনি বলেন, বাংলাদেশ সারা বিশ্বের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহারণ। স্বাধীনতার পর পরই বঙ্গবন্ধু সকল ধর্মের সম্প্রীতি স্থাপনের জন্য কাজ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার এইকভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, আমি আপনাদের সম্প্রদায়ের সাথে ছিলাম এবং সারাজীবন থাকবো। হিন্দু সম্প্রদায়ের উপরে মাঝে মাঝে পাকিস্তানী বিরোধীরা হামলা করে তখন আমার হৃদয়ে রক্তক্ষরণ হয় এবং আমরা তার প্রতিবাদ করি।
বুধবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট জেলা ও মহানগর এর যৌথ উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট জেলার সভাপতি ডা. বনদীপ লাল দাস এর সভাপতিত্বে ও বৌদ্ধ দাস টুটুল এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট মহানগরের সভাপতি মিহির দেব, জেলার সাধারণ সম্পাদক রমা কান্ত দে, কোষাধক্ষ্য শ্যামল দেবনাথ, সহ-সভাপতি সমীর পাল চৌধুরী, দপ্তর সম্পাদক রনধীর দে, সহ-আইন সম্পাদক বিধান দাস, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সানি আচার্য্য, সহ-সভাপতি পবিত্র দেবনাথ, সহ-সাধারণ সম্পাদক রাখাল কান্তি দে, সহ সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ, প্রচার সম্পাদক রতিন্দ্র দাস, সহ-সাধারণ সম্পাদক স্বপন কান্তি দে, সহ-সভাপতি বিশলয় দাস, ধর্ম বিষয়ক সম্পাদক অশোক পত্য প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে দ্বিতীয় বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত শফিউল আলম চৌধুরী নাদেলকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট জেলা ও মহানগর এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon