হবিগঞ্জ জেলা থেকে দীর্ঘ সময় ধরে করদাতা নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মো. দুলাল মিয়া। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে এয়ারপোর্টস্থ গ্রান্ড সিলেট এর হলরুমে সিলেট কর অঞ্চল আয়োজিত সিলেট বিভাগের সর্বোচ্চ ও কর প্রদানকারী করদাতাদের সম্মননা প্রদান অনুষ্ঠানে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর হাত থেকে দীর্ঘ সময় করদাতা নির্বাচিত মো. দুলাল মিয়া সম্মনানা পুরস্কার গ্রহণ করেন। এর আগেও তিনি ২০১৬ সালে সেরা করদাতা নির্বাচিত হন।
আলহাজ্ব মো. দুলাল মিয়া হবিগঞ্জ জেলার পশ্চিম জয়পুর উপজেলার মিরপুর বাজার এলাকার বাসিন্দা।
তিনি দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে ইটভাটা, নির্মাণ কোম্পানি, স্টিল, সিমেন্ট, বিটুমিন এর ব্যবসা পরিচালনা করে আসছেন। দ্বিতীয় বারের মত করদাতা নির্বাচিত হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি দেশের উন্নয়নের জন্য অন্যান্যদেরও কর দেয়ার জন্য আহবান জানান। বিজ্ঞপ্তি
Copyright Banglar Kontho ©2022
Design and developed by Md Sajibul Alom Sajon